১৭নং ওয়ার্ডে ন্যায্যমূলে খাদ্য সামগ্রী বিক্রি শুরু

প্রেসবাংলা ২৪.কম: স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণে ন্যায্য মূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর কার্যালয়ের সামনে থেকে বিক্রি কার্যক্রম শুরু হয়।

এ সময়ে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে ন্যায্য মূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রির কার্যক্রম চলছে। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মহতী উদ্যোকে সাধুবাদ জানাই। এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস বিশেষ কার্যক্রমে প্রতিকেজি চাল ৩০ টাকা ও প্রতিকেজি আটা ১৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com