১৭ ঘন্টায় টিম খোরশেদ ৩ দাফন

প্রেসবাংলা ২৪.কম: মুন্সিগঞ্জের মুক্তারপুর ও নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩ করোনা পজিটিভ মৃতদেহ দাফন করেছে টিম খোরশেদ। রোববার দিবাগত রাত থেকে সোমবার বিকাল পর্যন্ত ৩টি করোনা পজিটিভ করোনা রোগীর লাশ গ্রহন করে তাদের দাফন সম্পূর্ন্ন করা হয়।

জানা যায়, মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুক্তারপুর নিবাসী হাজেরা বেগম (৬৫) করোনা আক্রান্ত হয়ে নারায়নগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার দিবাগত রাত সারে দশটায় ইন্তেকাল করেন। মরহুমার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে দাফন সর্ম্পন্ন করা হয়।

অন্যদিকে সোমবার সকাল ৯.টা ১০ মিনিটে ফতুল্লা থানার পুলিশ লাইন্স আফাজনগর নিবাসী মাহাবুব মুন্সী (৫০) করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইমপাল্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এবং দুপুর ১ টায় ফতুল্লা থানার জামতলা নিবাসী আনোয়ারা বেগম (৭৩) করোনা আক্রান্ত হয়ে নারায়নগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন। তাদের পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহন করে তার বাড়ীতে এনে গোসল শেষে বাদ আসর মাসদাইর কবরাস্তানে জানাযা ও দাফন সম্পূর্ণ করেছেন।

এ দিনের টিমে হাফেজ শিব্বির, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, ইউপি মেম্বার রোজিনা আক্তার, আনোয়ার হোসেন, হাফেজ রিয়াদ, নুসরাত জাহান রিয়া, সুমন দেওয়ান, মোঃ সহিদ, রফিক হাওলাদার ও মোঃ নাঈম।

অন্যদিকে, করোনা আক্রান্ত হয়ে ইউনাইটেড হসপিটালের আইসিইউতে ভর্তি ২০ বছরের কিশোর ইফতিকে তার পরিবারের আহবানে ২ ইউনিট প্লাজমা ডোনেশন করেছেন টিম খোরশেদ এর প্লাজমা টিমের প্রধান সমন্বয়কারী আরাফাত খান নয়ন।এটি ছিল টিম খোরশেদ এর ১১৫ ও ১১৬ তম প্লাজমা ডোনেশন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com