ট্রাকে মানুষ বহন, জরিমানা গুনলেন দুই ট্রাকচালক

প্রেসবাংলা ২৪.কম: নাটোর থেকে ট্রাকভর্তি মানুষ বহন করে নারায়ণগঞ্জে এসে ১হাজার টাকা জরিমানা দিয়েছেন দুই ট্রাকচালক। রোববার (১ আগস্ট) দুপুর সোয়া ১২টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা দিয়ে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

চাষাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। তিনি জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত না করার কারনে দুই ট্রাকচালককে ৫শ টাকা করে একহাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা প্রাপ্ত দুই ট্রাকচালক জহিরুল ইসলাম ও তাইজুল গতকাল রাত ৯টায় নাটোর থেকে গাড়ি ছেরেছেন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com