নাসিম ওসমানের জন্মবার্ষিকীতে ছাত্র সমাজের শ্রদ্ধা
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৬৮ তম জন্মবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
শনিবার (৩১ জুলাই) সকালে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের পর মোনাজাত ও দোয়া করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. শাহাদাত হোসেন রুপু, সাধারন সম্পাদক রবিউল আউয়াল, সিনিয়র সহ সভাপতি মুরাদ হোসেন মুন্না, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মো. শাহ্ আলম সবুজ, সাধারন সম্পাদক ফয়সাল উল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান তুহিন, সদর উপজেলা এর আহবায়ক ওসমান গনি জুয়েল, সদস্য সচিব এস এম নাফিস রহমান, যুগ্ম আহবায়ক আবু সায়েম অনিক, রুবেল হাসান শুভ, রাফা আহমেদ শিহাব। বন্দর উপজেলা এর সদস্য সচিব পারভেজ আহম্মেদ রাজু, নারায়ণগঞ্জ মহানগর এর ১৩ নং ওয়ার্ড এর আহবায়ক আফিফ পাঠান রকি, সদস্য সচিব জুয়েল হোসেন সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।