অসহায় মানুষের পাশে দাড়ালে মানবতার জয় হয়-ডিসি মোস্তাইন বিল্লাহ
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, সামর্থ্যবান ব্যক্তিরা যদি আশপাশের দু:স্থ মানুষের পাশে দাড়ায় তাহলে মানবতার একটি জয় হবে। আমরা চাই নারায়ণগঞ্জের সকল সামর্থ্যবান মানুষ যেনো অসহায় দরিদ্র মানুষের পাশে সরকারের পাশাপাশি দাড়ান। এতে পরিবহন শ্রমিক সহ নানা পেশার মানুষ সরকারী ও বেসরকারী সহয়তা পাবে।
শনিবার (৩১ জুলাই) সকালে সামসুজ্জোহা স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ক্লাবের পক্ষ থেকে ১৬শ পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সহয়তা তুলে দেয়ার সময় তিনি এসব বলেন।
তিনি আরও বলেন, আমরা বিগত সময়ও দেখেছি নারায়ণগঞ্জবাসী অনেক আন্তরিকতার সাথে নানান পেশার মানুষকে সহযোগিতা করেছে, সেই ধারাবহিকতা এখনো বজায় রয়েছে।
এ সময়ে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহম্মেদ টিটু বলেন, করোনা মহামারি যখন থেকেই শুরু হয়েছে তখন থেকেই নারায়ণগঞ্জ ক্লাব বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। সামাজিক দায়িত্ববোধ থেকেই সব সময় এই ক্লাব মানুষের পাশে দাড়ায়। বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পরিবহন শ্রমিকরা। তাদের পাশে থাকার চেষ্ঠা করেছি।
তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সকলের উচিত পাশের মানুষের খোঁজ খবর রাখা। আমি ৩ বেলা খেলাম অন্যকারো খোঁজ নিলাম না এটা মানবতা না।
নারায়ণগঞ্জ ক্লাবের পক্ষ থেকে তানভীর আহম্মেদ টিটু, শেখ হাফিজুর রহমান, বিপ্লব সাহা, সেলিম রেজা সিরাজী, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর হোসেন মোল্লা, নুরুজ্জামান, মাহবুবুর রহমান মারুফ, সাইফুল ইসলাম, মো. আসলাম, শফিকুল ইসলাম, সায়মন মনির, আশিকুজ্জামান, এসএম রানা, মন্টির সহযোগিতায় পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহয়তা তুলে দেয়া হয়।