রূপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় হাসেম ও তার দুই ছেলের জামিন

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সেজান জুসের কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় হত্যা মামলায় হাসেম গ্রুপের মালিক আবুল হাসেম ও তার দুই ছেলের জামিন দিয়েছে আদালত। এর আগে জামিন পান তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১)।

সোমবার (১৯ জুলাই) সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০) ও তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫) কে জামিন দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আজ হাসেমসহ তার দুই ছেলের জামিন দিয়েছেন আদালত। এর আগে আরও দুই ছেলের জামিন হয়েছিল। বাকিরা কারাগারে রয়েছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত ৮ আসামির মধ্যে কারাগারে রয়েছেন- শাহান শান আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

গত ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২ প্রাণ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com