ফতুল্লায় পৃথকস্থান থেকে ২ লাশ উদ্ধার
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জুলাই) সকালে কায়েকপুর ফকির নিটওয়্যারের সামনে ৩০ বছরে বয়সি এক যুবকেল লাশ এবং ফতুল্লা ভূইগড় সর্দার বাড়ি এলাকা থেকে রীনা (২২) নামের এক ঝুলন্ত নারীর লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দুটি লাশই ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রীনা নামের মেয়েটির কিছুদিন আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রীনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রীনা শেরপুর জেলার নকলা থানার মোমিনাকান্দা গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তার ৫ বছর বয়সি কন্যা সন্তান আছে।
ওসি আরও জানান, অজ্ঞাত পরিচয় ৩০ বছর বয়সি এক যুবক কায়েমপুর এলাকায় ফকির নিটওয়্যার লিমিটেডের ৩নং গেটসংলগ্ন খালের পানিতে পড়ে মারা গেছেন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।