ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউপি সদস্য ওমর ফারুক
প্রেসবাংলা ২৪.কম: বক্তাবলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের মেম্বার ও শিল্পপতি ওমর ফারুক পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় বলেন, কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের নিকট সমাগত।
তিনি আরও বলেন, মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয়। ঈদুল ফিতর ও ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷ ঈদ মোবারক। পরিশেষে করোনার এই ক্রান্তিলগ্নে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন, নিজে মাক্স পড়ুন অপরকে মাক্স পড়তে উৎসাহিত করুন।