আড়াইহাজারে ১২৯ ক্যান বিয়ার সহ গ্রেফতার ১

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১২৯ ক্যান বিয়ার সহ জাহাঙ্গীর (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। রবিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা দক্ষিণপাড়া এলাকা থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ঐ দিন রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চৈতনকান্দা দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীরের ঘরে কয়েকজন মাদক বিক্রেতা মাদ্রক বিক্রি করছে খবর পেয়ে সেখানে অভিযান চালান। পুলিশের অবস্থান টের পেয়ে মাদক বিক্রেতারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ জাহাঙ্গীর নামে এক মাদক বিক্রেতাকে ধরতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন মাদক বিক্রেতা পালিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বিয়ার বিক্রির কথা স্বীকার করে এবং তার ঘরের খাটের নিচ থেকে ১২৯ ক্যান বিদেশী বিয়ার বের করে দেয়। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা জাহাঙ্গীর চৈতনকান্দা দক্ষিণপাড়া গ্রামের বেনু মিয়ার ছেলে। এ ব্যাপারে মাদক আইনে পুলিশ বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বিয়ার উদ্ধারের কথা স্বীকার করে জানান,পালিয়ে যাওয়া মাদক বিক্রেতাদের গ্রেফতার করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com