অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

প্রেসবাংলা ২৪.কম: বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে বিপর্যস্ত অবস্থায় পড়ে আছেন। এমন খবর পেয়ে পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।

এক সময় হাতে স্টেনগান নিয়ে যিনি দেশকে স্বাধীন করেছেন সেই মহান বীর মুক্তিযোদ্ধার এমন অবস্থা শুনে নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নির্দেশে সহকারী কমিশনার ও এক্সিকেটিভ মেজিষ্টেট সাইদুজ্জামান হিমু তার বাসায় গিয়ে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী তুলে দেন।

এসময়  বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় চাল, ডাল, ফলমূল উপহার স্বরুপ তুলে দেয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com