র্যাবের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেফতার
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-১১। রোববার (১৮ জুলাই) মধ্যরাতে জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়াড়িদের গ্রেফতার করা হয়। এসময়ে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ২৪শ ২০টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ আলী (৩৫), রিপন (৩২), সাগর (৩১), কামরুজ্জামান ওরফে ইফরাত (২৭)। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ মিডিয়া অফিসারলেঃ কমাঃ মাহমুদুল হাসান।
তিনি জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।