আজমেরী ওসমানের পক্ষে ট্যাক্সি ষ্ট্যান্ড শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির প্রধান উপদেষ্টা আজমেরী ওসমানের পক্ষ থেকে ষ্ট্যান্ড শ্রমিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। রোববার (১৮ জুলাই) বিকেল ৫টায় মালিক সমিতির কার্যালয়ে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয় ।
শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করায় জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির বর্তমান কমিটির সভাপতি ডালিম, সেক্রেটারি রিংকুসহ প্রধান উপদেষ্টা আলহাজ্ব আজমেরী ওসমানের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির সভাপতি মো. আমির হোসেন ডালিম, সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম রিংকু, উপদেষ্টা মেজবাউদ্দিন মোল্লা, সহ-সভাপতি আবুল হোসেন মিঠু, দ্বীন ইসলাম খোকা যুগ্ন সাধারণ সম্পাদক শামসুজ্জামান রকি, গোলাম সারোয়ার, শাহ জাহান, সাংগঠনিক সম্পাদক জানে আলম হিরো, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর প্রধান সহ আরো অনেক নেতৃবৃন্দ।
এর পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় গত ১১ জুলাই থেকে শ্রমিদের মাঝে বিনামূল্যে টিকা নিবন্ধন কর্মসূচি এখনো চলমান আছে।