বেড়েছে মসলার বিক্রি!
প্রেসবাংলা ২৪.কম: পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ইদকে সামনে রেখে বিক্রি বেড়েছে মসলার। তবে দাম বাড়েনি। আর মাত্র তিনদিন পরেই পালিত হবে ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আর এই ঈদ সামনে রেখে বাজারগুলোতে সেমাই ও চিনির বিক্রি বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বিভিন্ন মসলার বিক্রি।
সচরাচর কোরবানির ঈদ সামনে রেখে গরম মসলার দাম বাড়লেও এবার তেমনটি ঘটেনি। ঈদ কেন্দ্রীক গরম মসলার দাম বাড়েনি। বরং কিছুটা কমেছে। অবশ্য মাংস রান্নার অপরিহার্য মসলা আদা ও রসুনের দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে পেঁয়াজ-রসুন ও আদার দাম।
শনিবার (১৭ জুলাই) নগরীর দিগুবাবুর বাজারে ঘুরে দেখা যায়, সেমাই, চিনি ও মসলার দোকানগুলোতে ক্রেতাদের বেশ ভিড় রয়েছে। তুলনামূলক বেশি ভিড় দেখা গেছে মসলার দোকানে। বিভিন্ন মসলার দোকানে ভিড় করে ক্রেতারা দারুচিনি, এলাচ, জিরা, জয়ফল, কাজুবাদামসহ বিভিন্ন পণ্য কিনছেন।
বাজারের পাশাপাশি ফুটপাতও পসরা সাজিয়েছে বসেছেন বিভিন্ন মশলার দোকানী। যেখান থেকেও নিজেদের প্রয়োজন মাফিক মসলা কিনে নিয়ে যাচ্ছে ক্রেতা। ব্যবসায়ী মো. আমির বলেন, ‘কোরবানির ঈদ, মসলা একটু বেশি বিক্রি হবে এটাই স্বাভাবিক। ২-৩ ধরে ভালো বিক্রি হচ্ছে। আশা করি ঈদের আগের দিন পর্যন্ত বিক্রি ভালো হবে।’
দোকান থেকে বিভিন্ন মসলা কেনা রাজিয়া আক্তার বলেন, ‘ঈদের তো আর বাকি নেই। ঈদের সময় মসলা একটু বেশিই লাগবে। তাই একটু বাড়তি মসলা কিনে রাখছি। তিনি আরও বলেন, ‘বিক্রি বাড়লেও এবার মসলার দাম বাড়েনি। বরং এলাচ, জিরা ও দারুচিনির দাম স্বাভাবিক সময়ের তুলনায় এখন কম দামেই বিক্রি হচ্ছে। পাইকারি বাজার থেকে আমরা কম দামে কিনতে পারাই কম দামে বিক্রি করতে পারছি।’