সাদরিলের মায়ের মৃত্যুতে কাউন্সিলর খোরশেদের শোক
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিলের মাতা ও সাবেক সাংসদ মো. গিয়াসউদ্দিন এর স্ত্রী তোহফিজা বেগমের অকাল মৃত্যুতে গভীর শোক, পরিবারের প্রতি সমবেদনা ও আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শোকবার্তায় কাউন্সিলার খোরশেদ বলেন, মরহুমা তোহফিজা বেগম ছিলেন একজন ধর্মপরায়ণ বিদুষী নারী। তিনি ছিলেন অনেক সামাজিক কল্যানকর কাজের নেপথ্য কারিগর। তার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জবাসী একজন আপনজন হারালো।
খোরশেদ আরো বলেন, তোহফিজা বেগমের মৃত্যুতে রাজনৈতিক মামলার কারনে তার স্বামী ও পুত্রের উপস্থিত থাকতে না পারাটা আমাদের রাজনৈতিক দৈন্যতার এক কলংকময় অধ্যায় হয়ে থাকবে।