২য় দফায় দেড় হাজার পরিবারকে টিম খোরশেদের সবজি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার টিমের পক্ষ থেকে দুস্থ ও দরিদ্র দেড় হাজার পরিবারের মাঝে ২য় দফা বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়ার্ডের জামতলা, আমলাপাড়া, মুচিপাড়া, চাষাড়া, শেরে বাংলা রোড এলাকায় টিম খোরশেদের সদস্য নাজমুল কবীর নাহিদ, এসএম কামরুজ্জামান, রফিক হাওলাদার, রিটন দে, শওকত খন্দকার, মোঃ শহীদ, সুমন দেওয়ান, শফিউল্লাহ রনি সহ উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় মানুষের মাঝে পরিবার প্রতি তিন রকমের প্রায় ২ কেজি করে সবজি দেয়া হয়। এর আগে লকডাউনের সময় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করেন কাউন্সিলর খোরশেদ। এবারো লকডাউন চলাকালীন সময়ে নিয়মিত এ কার্যক্রম চলবে। প্রতিদিন ১ থেকে দেড় হাজার পরিবারে বিনামূল্যে সবজি বিতরণ করবে টিম খোরশেদ।

নাজমুর কবির নাহিদ জানান, আমাদের টিম লিডার মাকছুদুল আলম খন্দকারের নির্দেশে আমরা লকডাউনে কর্মহীন, দারিদ্র ও দুস্থ মানুষের মাঝে লকডাউন চলাকালীন সময়ে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করবো। সামাজিক দূরত্ব বজায় রেখে সেচ্ছাসেবকরা এ সবজি বিতরণ করবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com