রূপগঞ্জের অগ্নিকান্ডে হাসেমের ২ছেলের জামিন, ৬জন কারাগারে
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকান্ডে অর্ধশতাধিক মানুষের হতাহতের ঘটনায় ২ আসামীকে জামিন দিয়েছে আদালত। গ্রেফতারকৃত বাকী ৬ আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়। বুধবার (১৪ জুলাই) বিকেল ৫টায় শুনানি শেষে জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চারদিনের রিমান্ডশেষে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে পাঠায় পুলিশ। আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে দুইজনের জামিন মঞ্জুর করেন। বাকি ছয় আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
জামিনপ্রাপ্ত দুই আসামী হলেন, সজীব গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের দুই ছেলে তাওসিব ইব্রাহিম ও তানজিম ইব্রাহিম। তবে জামিন পায়নি সজীব গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেম, তার দুই ছেলে হাসিব বিন হাশেম (৩৯), তারেক ইব্রাহিম (৩৫), সজীব গ্রুপের সিইও শাহান শাহ্ আজাদ (৪৩), হাশেম ফুডস লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ (৫৪) এবং সিভিল ইঞ্জিনিয়ার কাম এডমিন মো. সালাহউদ্দিনকে (৩০) কারাগারে প্রেরণ করা হয়েছে।
গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারখানার ছয়তলার একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান কারখানার ৫২ জন শ্রমিক-কর্মচারী। ঘটনার পরদিন রাতে এই ঘটনায় রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানা দায়ের করা ওই মামলায় আসামি করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আটজনকে।