ভয় পাচ্ছেন শামীম ওসমান!

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, লকডাউন শিথিল হওয়ায় আমার ভয় হচ্ছে। মানুষের মুখে মাস্ক নেই। কেউ নিয়মকানুন মানছে না। কোরবানির হাট বসেছে। আপনার অসুখ হলে আপনারা বাচ্চাকে কে দেখবে। নিজেকে রক্ষা করুন এবং আপনার আশেপাশের লোকজনকে সচেতন করুন।

বুধবার (১৪ জুলাই) সদর উপজেলায় পরিবহন শ্রমিকদের মধ্যে সরকারের দেওয়া ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি আরও বলেন, ফতুল্লা পানি নিষ্কাষনের জন্য সেনাবাহিনী, পানিসম্পদ মন্ত্রণালয়, ডিসি, ইউএনও সকলে কাজ করছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিজের টাকা খরচ করে পানি নামানোর ব্যবস্থা করেছে।

তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। জাতির পিতার কন্যর কাছ থেকে এই সামান্যতম উপহার আমাদের উচিত ছিল আপনাদের ঘরে ঘরে পৌছে দেয়া। কিন্তু আপনারা জানেন আপনারা বাদেও অনেক শ্রেনী পেশার মানুষের কাছে এই উপহার পৌছে দেয়ার দায়িত্ব রয়েছে।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুর, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com