বিয়ের কথা বলে ধর্ষণ, বাজারের কথা বলে পালালো ধর্ষক

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়েন আরজু ওরফে রাজু (২৬) নামে এক যুবক। এরপর তিনি বিয়ের বাজার করার কথা বলে সেখান থেকে পালিয়ে গেছেন।

এ ঘটনায় মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ফতুল্লা মডেল থানায় কিশোরীর চাচা বাদী হয়ে রাজুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রাজু জামালপুর জেলার ইসলামপুর থানার ফকিরপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজু ও ভুক্তভোগী কিশোরী ফতুল্লা একই বাড়িতে বসবাস করেন। তাদের মধ্যে কিশোরী গার্মেন্টসে ও রাজু নিটিং কারখানায় কাজ করেন। সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। এরপর গত এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে।

এজাহারে আরও বলা হয়েছে, সম্প্রতি বিয়ের প্রলোভনে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেছেন রাজু। এর মধ্যে সোমবার সকালে বিয়ের প্রলোভনে আবারও তাকে ধর্ষণ করেন আসামি। এ সময় কিশোরীর বড় ভাইয়ের স্ত্রী তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর বিষয়টি আশপাশের সবার মধ্যে জানাজানি হলে বিয়ের জন্য কেনাকাটার কথা বলে রাজু সেখান থেকে পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, মামলা হয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com