বক্তাবলীতে বন্ধুকে হত্যা করে মিশুক ছিনতাই

প্রেসবাংলা ২৪.কম: ফতুল্লার বক্তাবলী বন্ধুকে হত্যা করে ব্যাটারি চালিত মিশুক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলার বক্তাবলীর চর রাজাপুরস্থ মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর খামার থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রবিন (২৫) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার খিলপাড়া এলাকার আবুল কালামের ছেলে। তিনি মা-স্ত্রী ও আট মাসের কন্যা সন্তান নিয়ে ফতুল্লার নরসিংপুর মরাখাল পাড় এলাকার সাজেদার বাড়িতে বসবাস করতেন।

এদিকে রবিনকে হত্যার পর মিশুক ছিনিয়ে নিয়ে ফতুল্লার ধর্মগঞ্জে বিক্রি করতে গেলে মিশুকসহ রিফাতকে (২৬) নামের এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। রবিন ও রিফাত ঘনিষ্ঠ বন্ধু। রিফাত ফরিদপুরের নগরকান্দা থানার আশফরদি এলাকার মো. মিরাজ সরদারের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফতুল্লা শাসনগাও হুজুরের ভাড়াটিয়া ছিলেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘মাছের খামারে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মিশুকসহ তার বন্ধু রিফাতকে আটক করা হয়েছে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com