ফুচকা খাওয়ার কথা বলে নিয়ে ধর্ষণ, ধর্ষক কারাগারে
প্রেসবাংলা ২৪.কম: ফুচকা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেছে এমন অভিযোগ উঠেছে ফুচকাওয়ালা ইব্রাহীম মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জের ২নং ক্যানেল পাড়া জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া ফজল খাঁ এর ছেলে ইব্রাহীমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে আসামীকে আদালতে উঠানো হয়। এ সময়ে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এ আদেশ দেন।
এ বিষয়ে জবানবন্দি দিয়ে ধর্ষণের স্বীকার ঐ শিশু
জানা যায়, গত ১২ জুলাই বিকাল ৩ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও সাকিন্থ মেঘনা ডিপো ও পদ্মা ডিপোর মাঝামাঝি নদীর পাড় এ ঘটনা ঘটে। পরে ঘটনার দিন রাতেই ইব্রাহীমকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।