অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ডিসি মোস্তাইন বিল্লাহ

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: সংবাদ প্রকাশের পর অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ জেলা প্রসাশক( ডিসি) মুস্তাইন বিল্লাহ। তিনি অসহায় ঐ পরিবারটির একমাত্র কর্মক্ষম ব্যাক্তি মোহাম্মদ আলাউদ্দিনের চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেন। এছাড়াও তিনি পরবর্তিতে আরোও সহযোগিতার জন্যও আশ্বাস দেন পরিবারটিকে।

উল্লেখ্য পরিবারটিতে জন্ম নেয়ার মাত্র দেড় বছর বয়সে হার্টের ছিদ্র ধরা পড়ে শিশু আহনাফ রিয়ানের (৪)। চিকিৎসক পরামর্শ দেন এক মাসের মধ্যে তার অস্ত্রোপচার করতে হবে। এদিকে আহনাফের বাবা মোহাম্মদ আলাউদ্দিনের দেড়মাস আগে পায়ুপথে টিউমার হওয়ার পর ক্যান্সার ধরা পড়েছে। করোনার প্রভাবে ছয় মাস আগে চাকরি হারিয়েছেন তিনি। অর্থিক সংকটের কারনে চিকিৎসা করাতে পারছেনা অসহায় পরিবারটি ।  এ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর সংবাদটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নজরে আসে।

বুধবার (১৪ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে তিনি রোজিনার স্বামীর চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দেন। এছাড়া তিনি সমাজসেবা অধিদফতরের মাধ্যমেও সহায়তা করার আশ্বাস দেন।

এর আগে একই প্রতিবেদনের সূত্র ধরে ৯ জুলাই রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রোজিনার সন্তানের হার্টের অস্ত্রোপচারের খরচ দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

আর সোমবার (১২ জুলাই) রোজিনার স্বামীর চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ -৪ আসনে এমপি শামীম ওসমানের সহধর্মিনী লিপি ওসমান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com