না’গঞ্জ ফ্রেমিং ও ব্র্যান্ড সং এর মোড়ক উন্মোচন

প্রেসবাংলা ২৪.কম: নারায়নগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্যকে নিয়ে নির্মিত নারায়নগঞ্জ ফ্রেমিং এবং ব্র্যান্ড সং এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আর এই মোড়ক উন্মোচনকে নারায়নগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য কে তুলে ধরবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব কে এম আলী আজম।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়নগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পরে ব্র্যান্ড সং অংশগ্রহনকারী শিল্পী ও কলাকুশলীদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (উপ সচিব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তোফাজ্জল হোসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com