৮০ মামলায় ৭৭ হাজার জরিমানা
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জে কঠোর লকডাউনের কঠোরভাবে মাঠে প্রশাসনকে দেখা গিয়েছে। এ দিন সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে ৮০ টি মামলায় ৭৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
পুরো জেলায় জেলা প্রশাসনের ২৩টি ভ্রাম্যমান আদালতের টিম কঠোরভাবে কাজ করছেন। যারা রোববার (১১ জুলাই) লকডাউনের নির্দেশনা অমান্য করায় বিভিন্নজনকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসন কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও জানা যায়, সরকারী নির্দেশনা মানতে আমরা সকলকে আহবান জানাচ্ছি। যারা অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদের বিরুদ্ধে ৮০টি মামলায় ৭৭ হাজার ৮৫০টাকা জরিমানা করা হয়েছে।
লকডাউনে নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।