২শ পিছ ইয়াবা সহ মেরাজ গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের বন্দরের নুরপুর হতে মাদকসহ মেরাজ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত ৮ জুলাই বিকালে ২শ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
১১ জুলাই রোববার সকালে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান কর্তৃক স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ মেরাজ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ঝাউতলা এলাকার বাবুল মিয়া’র ছেলে। সে বন্দর এলাকায় বসবাস করার পাশাপাশি দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামী আরও স্বীকার করে যে, সে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামী ইতঃপূর্বেও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হয়। নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com