দু’শ পরিবারকে ১মাসের খাদ্য তুলে দিলেন রোটারী ক্লাব ও ধলেশ্বরীর তীরে

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: করোনা কালিন সময়ে ২০০ পরিবারের মাঝে ১ মাসের খাদ্য সহয়তা দিয়েছেন সামাজিক সংগঠন ধলেশ্বরী তীরে সমাজ কল্যাণ সংস্থা ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটি।

রোববার (১১ জুন) বিকালে নগরীর মাসদাইর ও বক্তাবলী পরগণার বিভিন্ন এলাকার মানুষের হাতে এই খাদ্য সহয়তা পৌঁছে দেওয়া হয়।

এ সময় ধলেশ্বরীর তীরে সমাজ কল্যাণ সংস্থা ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটির প্রেসিডেন্ট নুরুজ্জামান জিকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু।

প্রধান অতিথির বক্তব্যে সাজনু বলেন, মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহকে পাওয়া যায়। মানুষের সেবার মতো আনন্দ আর কোন কিছুতেই নেই। আমার অনেক ভালো লাগে যখন দেখি এই দুর্যোগকালীন সময়ও অসহায় মানুষের পাশে অনেকে দাঁড়ায়। আমরা সমাজে এভাবেই একজন আরেক জনের পাশে দাঁড়িয়ে সুখ দু:খ ভাগ করে নিতে পারি তাহলে সমাজটা সুন্দরভাবে গঠিত হবে। তিনি ধলেশ্বরী তীরে সংগঠনকে সর্বোচ্চ সহযোগীতা ও পাশে থাকার আশ^াস প্রদান করেন।

রোটারি ক্লাব অব রিভার সিটির প্রেসিডেন্ট ও ধলেশ^রীর তীরে সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুজ্জামান জিকু বলেন, আমাদের ক্লাব ও সংগঠনটি দীর্ঘদিন যাবৎ অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও অসহায়দের পাশে থেকে কাজ করে যাবে। আপনারা সমাজে বৃত্তবান যারা আছেন তাদের প্রতি আমার আহবান রইল অসহায়দের পাশে দাঁড়ানোর।

এ সময়ে সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীর ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির যৌথ উদ্যোগে ২শত পরিবারের মাঝে ১ মাসের করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যেখানে ২৫ কেজির এক বস্তা চাল, ৫ কেজি পিয়াজ, ৫ কেজি আলু, ৫ লিটার তেল, ২ কেজি লবন, ১ কেজি ডাল, ১ কেজি আদা, ১ কেজি রসুন ও বিভিন্ন ধরনের মশলা ছিলো।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ধলেশ্বরীর তীরে সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সেক্রেটারী ফয়সাল আহমেদ দোলন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন সিপি কামরুল হাসান, প্রেসিডেন্ট ইলেক্ট্র শফিকুল ইসলাম বাবু, এজি তারেক, পিপি রাজু আহম্মেদ, ট্রেজেরার মামুন, জয়েন সেক্রেটারী মঈন আশরাফ জাবেদ, ২০২১-২০২২ সালের কলিগ প্রেসিডেন্ট মেহেদী হাসান, জাহিদ হাসান, তরিকুল মামুন, বৌদ্ধনাথ পোদ্দার, রেজাউল, মাসুদ, আব্দুস সালাম বেপারী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা, সুমা সহ রোটারী ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com