সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮জন রিমান্ডে

প্রেসবাংলা ২৪.কম:  রূপগঞ্জে হাশেম ফুড এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় পুলিশের দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতারকৃত ৮ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ৮ আসামীদের প্রত্যেককে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (১০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করলে আদালত ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), সজীব গ্রুপের প্রধাণ নির্বাহী কর্মকর্তা শাহান শান আজাদ (৪৩), কর্মকর্তা মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিন (৩০)।

জানা যায়, রুপগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ভুলতা পুলিশ ফাড়ীর ইনচার্জ (ইন্সপেক্টর) নাজিমউদ্দিন বাদী হয়ে হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। (মামলা নং-১৯)।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুনে এ পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com