রূপগঞ্জের অগ্নিকান্ডের ঘটনায় সাজনুর শোক

প্রেসবাংলা ২৪.কম: রূপগঞ্জে হাশেম ফুড এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু। শোক বার্তায় তিনি অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় তিনি অগ্নিকান্ডে দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড বেভারেজ কোম্পানির কার্টন কারখানায় আগুন লাগে। ওই আগুনে পুড়ে ৫৩ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় রূপগঞ্জে হাশেম ফুড এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় পুলিশের দায়েরকৃত হত্যা মামলায় গ্রেফতারকৃত ৮ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে ৮ আসামীদের প্রত্যেককে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com