কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন ডিসি
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জে কর্মহীন হয়ে পড়া ৫০০ পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নিজ হাতে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,আলু,পিয়াজ ও তেল।
এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এই খাদ্যসামগ্রী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চাই যাতে করে তিনি দেশের সাধারণ মানুষের সেবা দিয়ে যেতে পারেন। আপনারা সবাই বাসায় থাকবেন আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন।আমরা দোয়া করি আল্লাহ যেনো আমাদের এই করোনা থেকে হেফাজত করুক।
ত্রান বিতরণে আরও উপস্থিত ছিলেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী,সদর ইউএনও আরিফা জহুরা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খানসহ প্রমুখ।