রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ

প্রেসবাংলা ২৪.কম: রূপগঞ্জে চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামসু নামের ১ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) উপজেলার চনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, গত ১০দিন যাবৎ চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রে দুই গ্রুপের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হচ্ছে। বুধবার রাতে শামসু নামে ১জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে প্রায় ১০জনের বেশী।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, আহত নিহতের কোন খবর আমরা এখনো পাইনি। তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com