জামতলায় ভবন থেকে পড়ে প্রাণ গেলো শ্রমিকের
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণধীন একটি ৭তলা ভবন থেকে পড়ে আব্দুর রহিম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহিম চাপাই নবাবগঞ্জের শিমুলতলা জাদিপুর এলাকার রুহুল আমিনের ছেলে। বুধবার (৭ জুলাই) রাতে জামতলা মসজিদ গলিতে এই র্দূঘটনাটি ঘটে।
জানা যায়, জামতলা এলাকার মসজিদ গলিতে ইসমত আহমেদের মালিকাধীন একটি নির্মাণাধীন বহুতল ভবনে থেকে কাজ করতেন তিনি।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এসএম শামীম জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন ভবনের ভিতরের ভয়েট পার হওয়ার সময় পরিধেয় লুঙ্গির সাথে পা পেচিয়ে নিচে পরে যায় আব্দুর রহিম। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহিম নির্মান শ্রমিক হিসাবে ঐ ভবনে কাজ করতেন।