সাংবাদিক খায়রুল ইসলামের মৃত্যুতে প্রেসবাংলার শোক
প্রেসবাংলা ২৪.কম: দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক সকাল প্রতিদিন.কম এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মো. খায়রুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। বুধবার (৭ জুলাই) ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুকালে তার বয়ষ হয়েছিলো ৪০ বছর।
তিনি সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড পাইনাদী নতুন মহল্লা সুলতানা কামাল মোড় এলাকায় বসবাস করতেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।
সাংবাদিক খাইরুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনলাইন পোর্টাল প্রেসবাংলা ২৪ ডট কমের প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান। তাঁর শোকসনপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি ও তার প্রেসবাংলা পরিবার।