ফতুল্লায় ৭ জুয়াড়ি গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: ফতুল্লায় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৬ জুলাই) রাতে মাসদাইর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় জুয়ার আস্তানা থেকে নগদ ১৯ হাজার ৮৯০ টাকা ও জুয়ার সরঞ্জামাদী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আবুল কালাম (৩৫), মোঃ আতারুল (৩২), আব্দুল মালেক (৩৫), মোঃ জয়নাল সরদার (৩৪), এশারত সরকার (৩৩), রাশেদ (৩৯) ও মাসুদ (৩৮)।

বুধবার (৭ জুলাই) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১১’র লে. কমান্ডার মাহমুদুল হাসান। তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com