জুতার তলি ক্ষয় করে টাকা নিয়ে আসি – শামীম ওসমান

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জের জন্য একটি এক্সটা ফিলিংস কাজ করে। কেনো কাজ করে, সেটা বঙ্গবন্ধুর আত্মজীবনী পরলেই বুঝা যায়। সংসদ সদস্যের কাজ টাকা আনা না, সংসদ সদস্যের কাজ ল মেকারস। কিন্তু আমরা বিয়ে থেকে, মুরগী থেকে হিমালয় পর্যন্ত করি। জুতার তলি ক্ষয় করে টাকা নিয়ে আসি। আলহামদুলিল্লাহ আমাদের এটা ভালো লাগে।

বুধবার (৭ জুলাই) বিকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সভাকক্ষে নারায়ণগঞ্জ জেলায় জলাবদ্ধতা নিরসন বিষয়ক সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরও বলেন, আমাদের সমন্বয়হীনতা কম। আমি ফেসবুক চালাই না, যদিও মাঝে মধ্যে শুনি কেউ কেউ অপপ্রচার চালাচ্ছেন। এক মন দুধের মধ্যে যেমন চুন দিলে দুধ নষ্ট হয়ে যায়, তেমনি। আমার দলের মধ্যেও চুন দেবার লোকের অভাব নেই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ ঢাকার তুলনায় গুরুত্বপূর্ন একটি জেলা। কারন নারায়ণগঞ্জের থেকে থেকে টাকা রাজস্ব যায়। আমাদের প্রাপ্ত বেশি। অনেক কিছুই দিয়েছেন, দেন নাই কি? উন্নয়নে আমাদের মধ্যে কোন বৈরতা নাই। আমরা পরিচ্ছন্ন একটা শহর চাই।

তিনি সিটি কর্পোরেশনের উদ্দেশ্য করে বলেন, আমাদের নারায়ণগঞ্জবাসী যেহুতু ট্যাক্স দিচ্ছে। বজ্র ব্যবস্থাপনা করেছিলেন। তাহলে কেনো আমাদের ঢাকা দক্ষিন সিটির কাছে আমাদের হাত পাততে হচ্ছে যে আমাদের ময়লা নেন। আমি বলছি না, আমার সঙ্গে সমন্বয় করেন। আমি চাই নারায়ণগঞ্জের মানুষগুলা ভালো থাকুক।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা, চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, বক্তাবলী ইউপির চেয়ারম্যান এম শওকত আলী, এনায়েত নগর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com