ফুটেজ দেখে সহিংসতা মামলায় হেফাজত নেতা গ্রেফতার
প্রেসবাংলা ২৪.কম: হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় মো. ফারুক আহমেদ নামের এক হেফাজত নেতাকে। আর এই ঘটনায় সোমবার (৫ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃত ফারুক আহমেদ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। ঘটনার ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত করে। তবে সে মামলার এজাহারভুক্ত আসামি নয়।
উলেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট আটটি মামলা করা হয়।