পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শশুর গ্রেফতার
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যার ভয় দেখিয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আবদুল আজিজ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় অভিযুক্ত শশুরকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। তিনি মৃত আবু সাঈদ ভূঁইয়ার ছেলে ও লেগুনা চালক বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, অভিযুক্ত আজিজের ছেলের সঙ্গে পাঁচ মাস আগে বিয়ে হয় ওই নারীর। বিয়ের পর থেকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন শশুর। এবং বিভিন্ন সময় ভয়ভীতিও দেখাতেন।
গত ২৫ জুন গৃহবধূর স্বামী ও শাশুড়ি বাড়িতে না থাকায় একাধীক বার ধর্ষন করেন আজিজ। পরে গৃহবধূর ডাক চিৎকারে আশেপাশের লোকজন আজিজকে আটক করে পুলিশে সোর্পদ করে।
এ ঘটনায় গৃহবধূ আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।