তক্ষক সহ ৩ পাচারকারী গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকা থেকে বন্যপ্রাণী পাচারকারী দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় র‌্যাব-১১ ‘র এএসপি সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (৫ জুলাই) দুপুর ১২ টায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুরের মো. মতি মিয়া (৫০), রাজধানীর মো. মাকসুদ উল্লাহ (৪০) ও শেরপুরের মো. শাজাহান মিয়া (৩৮)।

র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র বন্যপ্রাণী তক্ষক দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন কৌশলে উচ্চ মূল্যে বিদেশে পাচার করে থাকে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা দীর্ঘ দিন যাবত এই তক্ষক পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com