১৩নং ওয়ার্ডে শিশু খাদ্য বিতরণ

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের কর্মহীন দুঃস্থ ও অসহায় পরিবারের শিশুদের জন্য মানবিক সহায়তা হিসেবে নাসিকের পক্ষ থেকে ১০৬ টি পরিবারকে শিশু খাদ্য ও পুষ্টি পূরণ হয় এমন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) বিকালে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ১০৬ টি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর সহধর্মীনি আফরোজা খন্দকার লুনা।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী নাজমুল কবীর নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, মো. শহিদ, মো. মিঠু, মহিউদ্দিন, শাহিন, ওয়ার্ড সচিব আলী সাবাব টিপু, যমুনা ক্লাষ্টারের সভাপতি শিল্পী আক্তার, সহ-সভাপতি রানী বেগম ও সিইও খাদিজা আক্তার প্রমুখ।

প্রতিটি পরিবারের জন্য ছিল বিস্কুট ৫ প্যাকেট, চিনি ১ কেজি, পোলাও চাল ২ কেজি, সুজি ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার, মশারীর ডাল ১ কেজি ও ফ্রুটিকা ম্যাংগো জুস ১ লিটার করে। মূলত এসকল খাদ্য সহায়তা দেয়া হয়েছে যাদের নবজাতক থেকে শুরু করে দুই বছর বয়সী পর্যন্ত শিশু আছে সেই সব দরিদ্র পরিবারকে।

এসময় উপস্থিত সুবিধা ভোগীদের উদ্দেশ্য মোবাইল বক্তব্যে কাউন্সিলর খোরশেদ বলেন, যেখানে থাকি, যেভাবেই থাকি আল্লাহর রহমতে যতদিন বেচে আছি নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com