লকডাউনের ৫ম দিনে ৮৪হাজার জরিমানা

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জে লকডাউনের ৫ম দিনে কঠোরভাবে মাঠে প্রশাসনকে দেখা গিয়েছে। এ দিন সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগে ৮১ টি মামলায় ৮৪ হাজার ২০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

পুরো জেলায় জেলা প্রশাসনের ২৩টি ভ্রাম্যমান আদালতের টিম কঠোরভাবে কাজ করছেন। যারা সোমবার (৫ জুলাই) লকডাউনের নির্দেশনা অমান্য করায় বিভিন্নজনকে জরিমানা করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার জানান, সরকারী নির্দেশনা মানতে আমরা সকলকে আহবান জানাচ্ছি। যারা অপ্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদের বিরুদ্ধে ৮১টি মামলায় ৮৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

লকডাউনে নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com