চারারগোপে ফলের আড়তে আগুন

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের কালিরবাজার চারারগোপ এলাকায় ফলের আড়তে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ জুলাই) আনুমানিক ১২টায় কালির বাজার চারারপোপ এলাকায় ২টি ফলের দোকানে ওই অগ্নিকান্ডটি ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সাভির্সে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্বিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। কিভাবে আগুন লেগেছে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

নারায়ণগঞ্জ ফল আড়ৎদার ব্যবসায়ীরা জানান, বিদ্যুতের স্পার্ক থেকে ব্যবসায়ী ওসমান ও ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেনের দুটি ফলের আড়ৎদার দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহত হয়নি। আগুন লাগার সাথে সাথে আমরা তাৎক্ষনিক শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করতে থাকি পরে ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com