করোনায় ২ মৃত ব্যক্তির দাফনে টিম খোরশেদ
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার দুই জনের করোনায় মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের দাফন সম্পূর্ণ করেছেন টিম খোরশেদ। এ নিয়ে টিম খোরশেদ এর ২০৮ ও ২০৯ তম করোনা আক্রান্ত মৃতদেহ দাফন করা হয়। টিম খোরশেদ কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ফতুল্লা পুলিশ লাইনস্থ আফাজনগর এলাকার মো. ইসমাইল খান, (৬৬) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬.১৭ মিনিটে ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুবরণ করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা আজ সকাল ১০ টায় মরহুমকে গোসল ও জানাযা শেষে মাসদাইর কবরস্থানে দাফন সম্পূর্ণ করেছেন।
অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ড সৈয়দ পাড়া নিবাসী, সালমা বেগম (৬৫), করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ করোনা ডেডিকেটেড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমার পরিবারের আহবানে মরহুমা কে মাসদাইর কবরস্থানে গোসল শেষে পাঠানটুলী কবরস্থানে দাফন করা হয়েছে।
আজ দাফনে ছিলেন টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবক রানা মজিব, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মোঃ শহীদ, শফিউল্লাহ রনি ও নাইম মোল্লা।