আজমেরী ওসমানের পক্ষে সুরক্ষা সামগ্রী বিতরণ
প্রেসবাংলা ২৪.কম: কঠোর লকডাউনের পঞ্চম দিনে আজমেরী ওসমানের পক্ষে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ ও গণসচেতনতামূলক মাইকিং প্রচারনা করেছেন নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ট্যাক্সি মালিক সমিতি।
সোমবার (৫ জুলাই) দুপুরে উত্তর চাষাড়া চানমারি মাইক্রোবাস ট্যাক্সি স্ট্যান্ড এলাকা থেকে করোণায় সচেতনতায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ও সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির সভাপতি আমির হোসেন ডালিমের নেতৃতে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে মাইকিং করা হয় ও সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সহ-সভাপতি আবুল হোসেন মিঠু, দ্বীন ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আবুল হাশেম রিঙ্কু, সার্বিক তত্ত্বাবধায়নে সাধারণ সম্পাদক শামসুজ্জামান রকি, গোলাম সারওয়ার, মনির হোসেন, শাহ জাহান, সাংগঠনিক সম্পাদক জানে আলম হিরো, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর প্রধান প্রমুখ।