সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে ৫ জুয়ারী আটক

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া থেকে ৫ জন জুয়ারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে নগদ ৩১,৬৫৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

৪ জুলাই  ভোর ৫:৪০  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১‘র একটি আভিযানিক দল মোগরাপাড়া এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো  নারায়ণগঞ্জের  মোঃ আমীর হোসেন (৩৭), মোঃ মুকুল হোসেন (৩৮),  মোঃ শাহীন হোসেন (৪০), শ্রী নিকেশ চন্দ্র দাস (৩৯), লালমনিরহাটের মোঃ জহিদুল হক  জাইদুল (৩৮)।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া বাজারে রমজান এর চায়ের দোকানের পিছনে ফাঁকা ঘরের ভিতরে বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। গ্রেফতারকৃতরা আরো জানায় তারা বেশ কিছু দিন যাবত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল।

র‌্যাব জানায় নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com