সম্রাট কনষ্ট্রাকশন ফার্মে ভাঙচুর
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সীমানাবর্তী এলাকায় অবস্থিত প্রিমিয়াম সিমেন্ট কারখানায় ওয়েষ্টিজ মালামাল নামানোকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এবং কারখানার পাশেই সম্রাট কনষ্ট্রাকশন ফার্ম নামে একটি অফিসে ভাঙচুর চালানো হয়।
শনিবার রাত ১১ টায় ঘটনাস্থলে গেলে এ খবর নিশ্চিত করেন (সিংক) প্রিমিয়াম সিমেন্ট কারখানার সিকিউরিটিগার্ড হুসাইন সরদার। তিনি জানান, কারখানার গেইটে বোমা বিস্ফোরন করে গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন সওদাগর বাহিনীর সদস্য রুবেল। যিনি মুন্সিগঞ্জ সদর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
তবে এ বিষয়টি অস্বীকার করেছেন গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন। তিনি জানিয়েছেন, এ বিষয় আদৌ সত্য কিনা আমি এখনো জানি না। কোথায় বিস্ফোরন হয়েছে আমি অবগত না। আর রুবেল কে? আমি চিনি না। আমি নারায়ণগঞ্জ সদর থানার আর কই মুন্সীগঞ্জ থানা রুবেল ।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সম্রাট কনষ্ট্রাকশন ফার্ম কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায় এসময় ল্যাপটপ, অফিসের চেয়ার টেবিল সহ আলমারি ভাংচুর করে লুটপাট চালায়।
অফিস কর্তৃপক্ষ ফয়সাল জানান, একদল সন্ত্রাসী বাহিনী অফিস ভাংচুর চালায়। এসময় অফিসে থাকা নগদ ৪ লক্ষ ৩২ হাজার সহ দুইটি চেকবই নিয়ে যায়।
এ দিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন বরেন। পরে সদর থানার এসআই আনোয়ার সাংবাদিকদের জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে অভিযোগ করলে আমরা তা মামলায় রূপান্তরিত করব।