মাদরাসা শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেন না’গঞ্জ রিভার সিটি
নিজস্ব প্রতিবেদক,প্রেসবাংলা ২৪.কম: স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেছেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটি । প্রেসিডেন্ট নুরুজ্জামান জিকুর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
রোববার (৪ জুলাই) বাদ আসর ফতুল্লার গাবতলী এলাকায় দারুদ তাকওয়া মদিনা মাদরাসায় মৌসুমী ফলের ঝুড়ি নিয়ে নিজে হাজির হন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটি।
এ সময়ে উপস্থিত ছিলেন সিপি কামরুল হাসান, এজি তারেক, পিপি রাজু আহম্মেদ, সেক্রেটারী ফয়সাল আহমেদ দোলন, প্রেসিডেন্ট ইলেক্টেড শফিকুল ইসলাম বাবু, ট্রেজেরার মামুন, জয়েন সেক্রেটারী মঈন আশরাফ জাবেদ,
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন রোটারি কলিগ প্রেসিডেন্ট মেহেদী হাসান, জাহিদ হাসান,তরিকুল মামুন, বৌদ্ধনাথ পোদ্দার, রেজাউল, মাসুদ, আব্দুস সালাম বেপারী সহ রোটারী ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
গত ১ জুলাই ২০২১-২০২২ এর প্রেসিডেন্ট হয়েছেন বক্তাবলী পরগণার আলোচিত সংগঠন ধলেশ্বরীর তীরে সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু। তিনি রোটারি সংগঠনের এই ক্লাবটির ২০২১-২০২২ এর প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণ করেন। এই দায়িত্ব গ্রহনের পরই তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য মৌসুমী ফল আম, কাঠাল নিয়ে উপস্থিত হন।
জিকু তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মানুষের অবস্থা নাজুক। প্রতিটি বিত্তবান মানুষের উচিত সমাজের নিম্নবিত্তদের খোঁজ খবর রাখা। মানুষের সেবার মাধ্যমেই আল্লাহকে সন্তুষ্টি অর্জন করা যায়। আমরা রোটারি ক্লাব সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।
মৌসুমী ফলের মধ্যে ৪২ কেজি আম ও ১০টি কাঁঠাল , চিড়া ১০কেজি, মুড়ি ৫কেজি ও শিক্ষার্থীদের দুধ খাওয়ানোর জন্য নগদ অর্থ সহায়তা করা হয়।