রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হলেন নুরুজ্জামান জিকু

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা ২৪.কম: ‘রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটি’ এর ২০২১-২০২২ এর প্রেসিডেন্ট হলেন বক্তাবলী পরগণার আলোচিত সংগঠন ধলেশ্বরীর তীরে সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু। তিনি রোটারি সংগঠনের এই ক্লাবটির ২০২১-২০২২ এর প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণ করেন। এছাড়াও ‘রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটি’র সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেন ফয়সাল আহমেদ দোলন।

প্রেসবাংলাকে দেওয়া এক বার্তায় তিনি জানান, রোটারি একটি আন্তর্জাতিক সংগঠন। এটি মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করে থাকে। আমি অনেক দিন থেকেই রোটারির সাথে সম্পৃক্ত। রোটারি প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছি এই জন্য আমি আমার ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান , ক্লাব সেক্রেটারী শফিকুল ইসলাম সহ সকল রোটারিয়ান সদস্যদের কাছে কৃতজ্ঞ। সবার সহযোগিতায় ইনশাআল্লাহ এই সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব।

তিনি আরো বলেন, বক্তাবলী আমার জন্মভূমি, আমি সবসময় চেষ্টা করি এই সংগঠনের সহযোগীতা ও সামাজিক উন্নয়নের কার্যক্রমের মাধ্যমে আমার বক্তাবলীর মানুষের পাশে দাঁড়াতে। এই বছর সারাদেশে সংগঠনের চলমান প্রোজেক্ট  আমার মেয়াদকালীন সময়ে আমার শৈশবের সৃতিবিজরিত স্কুল কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একটি কমফোর্ট সেন্টার নির্মাণ সহ রোটারির সেভেন এরিয়া ফোকাস নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।

জিকু বলেন, রোটারি ক্লাব জেলা গভর্নর 3281 বেরিষ্টার মোতাচ্ছিন বিল্লাহ ফারুকী ও জেলা সেক্রেটারী জেনারেল টিপু খানের প্রতি রইল কতজ্ঞতা। আমার জন্য সবাই দোয়া করবেন। 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com