আড়াইহাজারে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু! গৃহকর্তা পলাতক

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আড়াইহাজারে বাড়িতে কাজ করতে গিয়ে নিখোজের ১দিন পর গৃহকর্তার বাড়ির পরিত্যক্ত ঘর থেকে কাজের মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকার সাইদুলের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে কাজের মহিলা লিলি আক্তার (৩৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দাইরাদী গ্রামের রহিমের স্ত্রী লিলি আক্তার প্রতিদিনের মতো পার্শ্ববতী মজিবুর রহমান ও তার ভাই সাইদুলের বাড়িতে কাজে যায়। প্রতিদিন কাজ শেষে বাড়িতে ফিরে আসলেও সেদিন লিলি আক্তার তার স্বামীর বাড়িতে ফিরে আসেনি। পরে স্বামী ও তার পরিবারের লোকজন লিলি আক্তারকে খুঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

বৃহস্পতিবার সকালে সাইদুলের বাড়িতে কর্মরত লোকজন সাইদুলের পরিত্যক্ত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ ঘটনার পর গৃহকর্তা মজিবুর রহমান ও তার ভাই সাইদুল পালিয়ে যায়।

লিলি আক্তারের স্বামী রহিম জানান,নিহত স্বীর দুই পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার দাবী তার স্ত্রীকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত লিলি আক্তারের ২ ছেলে ও ১কন্যা সন্তান রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com