অসহায় কলেজ ছাত্রীর উপবৃত্তির টাকা ডাকাতি

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আড়াইহাজারে এক অসহায় কলেজ ছাত্রীর উপবৃত্তির ৮হাজার টাকা ডাকাতি হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে, ৩০জুন দিবাগত রাত ২.৩০ মিনিটের সময় উপজেলার আড়াইহাজার পৌরসভার ছোটবাড়ৈপাড়া এলাকায়(রোকনউদ্দিন মোল্লা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন) জামাল এর বাড়িতে।

গৃহকর্তা জামাল জানান, গভীররাতে ১০/১২ জনের একদল ডাকাত অতর্কিতে তার ঘরের দরজা ভেঙ্গে ফেলে। তারা বুঝে ওঠার আগেই ডাকাতরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। পরে ঘরের টাকা পয়সা ও অলংকার খুজতে থাকে। ডাকাতরা অলংকার খুঁজে না পেয়ে জামালের কন্যা ফাহিমার কাছ থেকে ৮হাজার টাকা নিয়ে যায়।

জামাল জানান, তার কন্যা ফাহিমা সরকারী সফর আলী কলেজের ছাত্রী । সে সম্প্রতি উপবৃত্তির টাকা তুলে ঘরে রেখেছিল।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com