সারাদেশে ৫০০টি কমফোর্ট সেন্টার নির্মাণ করবে রোটারি
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: আগামী তিন বছরের মধ্যে ‘বাংলাদেশ রােটারি প্রায়ােরিটি কমিউনিটি প্রজেক্টের (বিআরপিসিপি) মাধ্যমে সারাদেশে ৫০০টি মানসম্পন্ন কমফোর্ট সেন্টার নির্মাণ করা হবে। ইতোমধ্যে ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল থেকে (১ জুলাই) এই প্রতিষ্ঠানগুলােতে কমফোর্ট সেন্টার নির্মাণের কার্যক্রম শুরু হবে।
বুধবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবে রােটারি বর্ষ-২০২১-২২ শুরুর প্রাক্কালে রােটারি ডিসট্রিক্ট ৩২৮১, বাংলাদেশের বার্ষিক পরিকল্পনা উপস্থাপন এবং সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতি ছিলেন রােটারি বর্ষ ২০২১-২২-এর জন্য মনোনীত ডিসট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।
সভায় জানানো হয়, সারাদেশে এক লাখ ৮ হাজারের বেশি প্রাইমারি ও হাইস্কুল রয়েছে, যার বড় অংশই বেসরকারি স্কুল। এছাড়াও রয়েছে মাদরাসা আর ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছড়িয়ে পড়া বেসরকারি কলেজ। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলাে গড়ে উঠলেও সেখানে পর্যাপ্ত অবকাঠামাে তৈরি হয়নি। আর্থিকভাবে সক্ষম না থাকায় অধিকাংশ স্কুলেই সুস্বাস্থ্যসম্পন্ন টয়লেট বা প্রক্ষালন কক্ষ নেই।
একাধিক জরিপের তথ্য উল্লেখ করে বলা হয়, বছরে ৪৪ লাখ শিক্ষার্থী শুধুমাত্র পরিচ্ছন্ন ও ব্যবহারউপযােগী টয়লেটের অভাবে অসুস্থ হয়ে পড়ে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মেয়েদের বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারউপযােগী টয়লেট না থাকা। এ সময় স্কুলে মেয়েদের উপস্থিতি কমে যায়। যারা উপস্থিত থাকে, তাদেরকেও শারীরিক অস্বস্তির মধ্যে ক্লাস করতে হয় বলে লেখাপড়ায় মনােযােগ হারিয়ে ফেলে তারা।
এই সমস্যা সমাধানে রােটারি ডিসট্রিক্ট ৩২৮১ বিআরপিসিপি প্রজেক্টের মাধ্যমে আগামী তিন বছরে সারাদেশে ৫০০টি মানসম্পন্ন কমফোর্ট সেন্টার নির্মাণ করা হবে। আধুনিক সুযােগ-সুবিধাসম্পন্ন এই কমফোর্ট সেন্টারগুলাে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। এছাড়াও কমফোর্ট সেন্টারগুলাে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মিত হবে, সেই প্রতিষ্ঠানগুলােতে ছাত্র-ছাত্রীদেরকে বেসিক স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ছাত্রীদেরকে বিভিন্ন স্ত্রীরােগ বিষয়ে সচেতন করতে রােটারিয়ানরা দেশের শীর্ষস্থানীয় নারী চিকিৎসকদের নেতৃত্বে একটি বিশেষ টিম তৈরি করে এই প্রতিষ্ঠানগুলােতে প্রশিক্ষণ শিবির পরিচালনা করবে।
রোটারি জানায়, এই খাতে মােট ৪২ কোটি টাকা ব্যয় হবে। ইতোমধ্যে ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং ১ জুলাই থেকে এই প্রতিষ্ঠানগুলােতে কমফোর্ট সেন্টার নির্মাণের কার্যক্রম শুরু হবে। এটি একটি চলমান প্রক্রিয়া এবং ধীরে ধীরে আরও শিক্ষাপ্রতিষ্ঠানকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানানো হয়।