কুমুদিনী শ্রমিকদের সেলিম ওসমানের সহযোগীতা

প্রেসবাংলা ২৪.কম: কুমুদিনী শ্রমিকদের সহয়তা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান। বুধবার (৩০ জুন) বিকালে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির নিজস্ব কার্যালয়ে তাদের উপস্থিতিতে একেকটি পরিবারের ১মাসের বাজার এবং নগদ ৫হাজার টাকা দিয়ে সহযোগীতা করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেন শকু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল প্রমুখ।

এ সময়ে ২০৭টি পরিবারের মাঝে একটি চালের বস্তা, আলু, পেয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং নগদ ৫হাজার টাকা তুলে দেয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com