ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি সামাজিক সংগঠন ‘ধলেশ্বরীর তীরে’র

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: লকডাউন চলাকালে  শ্রমজীবীদের কাছ থেকে এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি জানিয়েছে বক্তাবলী পরগণার আলোচিত সামাজিক সংগঠন ‘ধলেশ্বরী তীরের সামাজিক সংস্থা’ সংগঠনের  সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান ।

সোমবার (২৮ জুন) গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, করোনা মোকাবেলায়  সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন ও  শ্রমজীবী মানুষ এমনিতেই আয় রোজগার হারিয়ে অভাব অনটনে বিপর্যস্ত এরপর এনজিও ঋণের কিস্তি আদায়ের নামে হয়রানী হচ্ছে বক্তাবলী পরগণার দিনমজুর, সাধারণ খেটে খাওয়া দিন আনে দিন খায় মানুষেরা দিশেহরা অবস্থায় পড়েছে। মানুষ জীবন নিয়ে শংকিত হয়ে পড়লেও নারায়ণগঞ্জের প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোন সহযোগিতা মানুষ লক্ষ্য করছে না বলে তারা উল্লেখ করেছেন।

বিবৃতিতে তারা আরও বলেন, স্বাস্থ্যবিধি মানা ও লকডাউন কার্যকর করতে হলে হতদরিদ্র দিন আনে দিন খায় শ্রমজীবী মানুষদের খাদ্য সামগ্রী দেওয়ার দাবি জানানো হয় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে। লকডাউন বাস্তবে কার্যকর করার জন্য জীবন এবং জীবিকা দু’টোই রক্ষা করতে অবিলম্বে প্রতি পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ টাকা দেওয়ার জোন দাবি জানান সংগঠনটির নেতারা ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com